ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
আব্দুল আলীম ইমতিয়াজ
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ আব্দুল জলিল(৪০)নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
আজ রবিবার(২০ অক্টোবর)বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এএসআই সুমন চন্দ্র দেব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা যাতায়াতের পাঁকা রাস্তার উপর মৌলারপাড় ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ভারত থেকে অফিসার চয়েস মদ বাংলাদেশে নিয়ে আসার পথে আব্দুল জলিলকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। এ সময় আব্দুল জলিলের হেফাজতে থাকা ৪৮বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্ধ করা হয়েছে।
আটক যুবক উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের লাল মিয়ার পুত্র আব্দুল জলিল(৪০)
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।।অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host