ঢাকা ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুর উপর থেকে সিএনজিচালিত এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টায় এ ঘটনা ঘটেছে।
নিহত অটোচালক উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের সোহাগ দাসের ছেলে সুজিত দাস। ঘটনাস্থল থেকে সুজিতের মরদেহ উদ্ধার করা হলেও তার সিএনজিচালিত অটোরিকশাটি পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মখলিছুর রহমান আকন্দ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর রাণীগঞ্জ সিএজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের চালক সুজিত দাস বিকাল ৪টার দিকে সৈয়দপুর এলাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা দেন। রাত ৯টার দিকে রাণীগঞ্জ সেতুর উপর তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে জগন্নাথপুর থানাপুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মখলিছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার রহস্য উদঘাটন করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অনুসন্ধান করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host