ঢাকা ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর রক্ষা বাঁধের ভাঙন বন্ধকরণ ও মেরামত কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যে দরখাস্ত আহবান করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
আগামী ২৯ নভেম্বরের মধ্যে উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতির বরাবর দরখাস্ত দাখিল করার জন্য নোটিশে বলা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো.মনির হোসেন বলেন, তাহিরপুর উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়া ও বর্ধিত গুরমা হাওরের বাঁধ নির্মাণ কাজের ভূমি জরিপ কাজ অত্যাধুনিক প্রযুক্তির সার্ভে আরটিকেমেশিন দ্বারা সম্পন্ন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে যথাসময়ে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host