তাহিরপুরে টি-টুয়েন্টি ক্রিকেট খেলার শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

তাহিরপুরে টি-টুয়েন্টি ক্রিকেট খেলার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, তাহিরপুর
সুনামগঞ্জ তাহিরপুর ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি- টি-টুয়েন্টি ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ শে নভেম্বর) সকাল ১১ টার দিকে সদর ইউনিয়ন সিক্স বনাম ইউনিয়ন সেভেন বালিজুরী ক্রিকেট টুর্নামেন্টের মধ্যকার ম্যাচটি পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া,সাংবাদিক বাবরুল হাসান বাবলু,আবির হাসান মানিক,রোকন উদ্দিন,ইউপি সদস্য তোজাম্মেল হক নাসরুম,যুবদল নেতা জাহাঙ্গীর আলম,আবু জহুর,আনোয়ারপুর বনিক সমিতির সভাপতি রতি মিয়া,তাহিরপুর উপজেলার সাবেক ক্রিকেটার সাকিব মুন খোকন,আসাদুজ্জামান হিরো প্রমুখ।
সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী বলেন, সুস্থ দেহে সুন্দর মনের বাস,খেলাধুলা শুধু মানুষকে বিনোদন দেয় না, নিয়মানুবর্তিতা, শৃংখলা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতেই তাহিরপুর ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি-টি-টুয়েন্টি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। খেলাটা যেনো সুন্দর ভাবে পরিচালনা হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর