ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সদ্য তালাকপ্রাপ্ত স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ২টায় রোকেয়া ম্যানশনস্থ ছাতক প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাতক পৌরসভার নোয়ারাই-ইসলামপুর এলাকার মৃত শাহজাহানের কন্যা শাহানা জাহান পলি। তিনি তার বক্তব্যে বলেন, ২০০৬ সালের ৫ অক্টোবর ইসলামী শরীয়ত মোতাবেক ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে যুবলীগ নেতা দেলোয়ার মাহমুদ জুয়েল এর সাথে তার বিবাহ হয়। তাদের সাংসারিক জীবনে ফাহমিদ বক্স (১৬), তাহসিন বক্স (১৩) ও ফাইরুজ বক্সসহ ৩জন সন্তান রয়েছে। প্রথম সন্তান জন্মের পর থেকেই ব্যবসা-বাণিজ্যের জন্য বিভিন্নভাবে কথা বলে স্ত্রীর পরিবারের কাছ থেকে একাধিকবার টাকা-পয়সা ধার নেন স্বামী জুয়েল। ৮ বছর সংসার ভালো কাটলেও পাওনা টাকা চাইতেই স্ত্রীর উপর শুরু হয় অত্যাচার-নির্যাতন। এক সময় সে পরকিয়াসহ মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে।
গত কয়েক মাস পূর্বে আবারো স্ত্রীর পিত্রালয় থেকে ৩ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাঁপ সৃষ্টি করেন স্বামী জুয়েল। এতে অপারগতা প্রকাশ করায় গত বছরের ২৬ নভেম্বর শারিরিকভাবে স্ত্রীকে নির্যাতন করে ঘর থেকে বের করে দেন। এসময় তিনি সন্তানকে স্বামীর কাছে রেখেই পিত্রালয়ে আশ্রয় নেন পলি। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি স্বামীকে তালাক প্রদান করেন এবং তার বিরুদ্ধে গত বছরের ১০ ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় সে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারা ভোগ করেছে বলে জানান পলি।
তিনি তার বক্তব্যে আরো জানান- অভিযুক্ত জুয়েল ওই মামলায় জামিনে বের হয়ে এখন মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে পলি ও তার আত্মীয়-স্বজনদের হুমকি দিচ্ছেন। পলি বলেন- গত ২৭ জানুয়ারি সিলেট ইয়ারপোর্ট থানার ওসির মাধ্যমে জানতে পারেন যে, তার ছোট ছেলে স্কুল ছাত্র তাহসিন বক্স অপহরণ হয়েছে। এ ঘটনায় তিনি ও তার অসুস্থ চাচা, উপজেলার জায়াবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর ইসলামসহ আত্মীয়-স্বজনদের নামে অভিযোগ করে অপহরণ মামলা করেন দেলোয়ার মাহমুদ জুয়েল। এমন খবর পেয়ে তিনি ইয়ারপোর্ট থানার ওসির সাথে দেখা করে ম্লু বিষয়টি তুলে ধরেন। মিথ্যা মামলা দিয়ে তিনি ও তার আত্মীয়-স্বজনদের ফাঁসানোর জন্য ছেলেকে তার পিতা লুকিয়ে রেখে উদ্ধারের নামে মিথ্যা অপহরণ মামলা রেকর্ড করতে মরিয়া হয়ে উঠেন। এর মধ্যে মীম সালমান নামের এক সমন্বয়ক দাবিদার পলির ছেলে তাহসিন বক্সকে ভাগ্না দাবি করে ফেসবুকে একটি পোস্ট করেছেন। অথচ ওই সালমানকে কোনো দিনই দেখেননি, তাকে চিনেনও না।
শঙ্কা প্রকাশ করে পলি বলেন- ‘আমি নিশ্চিত ছেলেকে আমার তালাকপ্রাপ্ত স্বামী প্রতিশোধ নেওয়ার জন্য ও তার উপর দায়ের করা মামলা তুনে আনতে সে নিজেই ছেলেকে অজ্ঞাত স্থানে জোরপুর্বক আটকে রেখে মিথ্যা অপহরণ মামলার পায়তারা চালাচ্ছে। স্কুল শিক্ষক পরিচয় দিয়ে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে আমার এক চাচার মোবাইল নম্বরে কল দিয়ে আমাকে ও আমার চাচাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের তুলে নেওয়ার হুমকি দিয়েছে। এতে আমি ও আমার পরিবার, আত্মীয়-স্বজনরা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।’
তিনি বলেন- ‘সন্তানদের ফেরত পেতে গত রোববার (৯ ফেব্রুয়ারিত) সুনামগঞ্জ আদালতে আশ্রয় গ্রহণ করেছি। আদালত সমন জারি করে আগামী ১০দিনের মধ্যে ৩ সন্তানদের নিয়ে হাজির হওয়ার জন্য দিলোয়ার মাহমুদ জুয়েলকে নির্দেশ প্রদান করেছেন।’
তার দাবি- ‘আমার তালাকপ্রাপ্ত স্বামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে ছেলের সন্ধান পাওয়া যাবে। আমি আমার ছেলেকে ফেরত চাই এবং বাকী ২ সন্তান ফাহমিদ বক্স ও ফাইরুজ বক্সও তার কাছে নিরাপদ নয়। আমার তালাকপ্রাপ্ত স্বামী একজন মুখোশধারী শয়তান। তার আচরণে শয়তানও লজ্জা পাবে। আমার উপর প্রতিশোধ নিতে আমার ছেলে তাহসিন বক্সকে হত্যার মতো জঘণ্য কাজও করতে পারে। আমার ছেলেকে উদ্ধার করার পর জিজ্ঞাসাবাদ করলেই যুবলীগ নেতা দেলোয়ার মাহমুদ জুয়েল বক্সের সকল কু-কর্ম বেরিয়ে আসবে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host