ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর দ্বিতীয় দিনে আরও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদবীধারী নেতা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনভর সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে সিলেট জেলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। গ্রেফতারকৃতরা হলেন- সিসিকের ৩নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নগরীর কাজলশাহ এলাকার আব্দুল হকের ছেলে সাদমান কবির (২৯), একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ইছল মিয়ার ছেলে আব্দুর রব হাজারী (৬২), ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি নগরীর ছড়ার পাড়ের বাসিন্দা আব্দুল মুকিতের ছেলে মিনহাজ ইসলাম সৌরভ (২৬), ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সম্পাদক রায়নগর এলাকার বাসিন্দা মুহিবুর রহমানের ছেলে ফজলুর রহমান রনি (৩৭), বিমানবন্দর থানার পিয়ের গাওয়ের বাসিন্দা বামোদ পীরের ছেলে নাজিম উদ্দিন সবুজ (২৫), ৭নং ওয়ার্ড স্বেচ্ছাবেকলীগের সভাপতি পশ্চিম পীর মহল্লার বাসিন্দা মিয়াধন খানের ছেলে হাসেম খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমার কামালবাজারের কুড়িগ্রাম এলাকার মুক্তার আলীর ছেলে আনোয়ার হোসেন আফরোজ (৬০), ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মেজরটিলা জাহানপুর এলাকার আয়ান উদ্দিনের ছেলে ইয়ামিন আহমদ (২৪) এবং উপজেলা ছাত্রলীগের সাবকে সহ সভাপতি দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার লিলু মিয়ার ছেলে জাহেদ আহম্মদ (৪২)।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে সোমবার সন্ধ্যা পর্যন্ত সিলেট থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ জনেকে গ্রেফতার করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host