ঢাকা ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আব্দুল মাজিদ চৌধুরী
সিলেট মহানগরীর মজুমদারপাড়ায় জন চলাচলের একটি রাস্তা উপর সীমানা দেওয়াল নির্মাণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক দিন ধরে প্রতিবেশীদের বাঁধা উপেক্ষা করেই দেওয়াল নির্মাণ করছেন স্থানীয় এক প্রভাবশালী। তবে, বিধিবহির্ভূত এমন কর্মকান্ডে আইনী ব্যবস্থার জন্য উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষ কাজটি বন্ধ রাখার জন্য ইতোমধ্যে নির্মাতাকে নোটিশও প্রদান করেছে বলে জানা গেছে।
জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শাহপরাণ থানাধীন নগরীর ২০নং ওয়ার্ডের ২৬ সি, মজুমদারপাড়া নিবাসী আমিরুল ইসলামের ছেলে সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ বিধিবহির্ভূতভাবে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তার উপর বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেন। প্রতিবেশি হাজী মোঃ আব্দুল হান্নানের মেয়ে মাছুমা আক্তার শিরিন ও ছেলে কামরুজ্জামান মজনু-সহ এলাকাবাসী নির্মাণ কাজে বাঁধা দেন। তাদের বাঁধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যান। তখন এলাকাবাসী বিষয়টি শাহপরাণ থানাকে অবগত করলে একদল পুলিশ ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ বন্ধ রাখা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। এরপরও তারা রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে গেলে এলাকাবাসী বাধ্য হয়ে বিষয়টি সিলেট সিটি কর্পোরেশনকে অবগত করেন।
খবর পেয়ে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী কাজ বন্ধ রাখার উদ্যোগ নেন। তিনি বাউন্ডারী ওয়াল অপসারণের জন্য সোমবার (১০ ফেব্রুয়ারি) আমিরুল ইসলাম এর ছেলে সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ-কে নোটিশ করেন।
নোটিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ বিধিবহির্ভূতভাবে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তার উপর সীমানা দেওয়াল নির্মাণ করেছেন। যা ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬-এর পরিপন্থি। এমতাবস্থায়, নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে নিজ খরচে তা অপসারণ করার জন্য অনুরোধ করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ৩ (খ), ১ (খ) ধারা মোতাবেক সিটি কর্পোরেশন হতে বিধিবহির্ভূত বাউন্ডারী ওয়াল অপসারণ করা হবে এবং এতদুদ্দেশ্য ব্যয়িত অর্থ সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ১৭.১ (৩য় তফসীল) ধারা অনুযায়ী আরোপিত কর হিসাবে তাদের নিকট হতে আদায় করা হবে।
নোটিশের অনুলিপি সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব), এস.এম.পি. সিলেটের পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, শাহপরাণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রশাসক মহোদয়ের সদয় জ্ঞাতার্থে প্রশাসক মহোদয়ের একান্ত সচিব-কে দেয়া হয়েছে।
তবে নোটিশ প্রাপ্তির পরও এখন পর্যন্ত বিধিবহির্ভূতভাবে নির্মিত বাউন্ডারী ওয়াল অপসারণ করা হয়নি।
সরজমিন পরিদর্শনকালে মজুমদারপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী আব্দুস শুকুর মনির এ প্রতিবেদককে জানান, তারা বিধিবহির্ভূতভাবে রাস্তা জায়গা দখল করে বাউন্ডারী ওয়াল নির্মাণ শুরু করলে, আমি ও এলাকাবাসী তাদেরকে এ কাজ না করার অনুরোধ করি। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত না করে রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে যায়।
এ সময় সোনালী যুব সংঘের সভাপতি নজমুল, মোহাম্মদ সাইফুল আলম, সাহেদ আহমদ-সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host