ঢাকা ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে আলহাজ্ব এম এ মালিক কালিগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন সিক্স’র ফাইনাল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জস্থ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের পূর্বের মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে অংশগ্রহণ করে সাউথ কালিগঞ্জ কিংস বনাম ওয়েস্ট কালিগঞ্জ পাওয়ারস ক্রিকেট ক্লাব কালীগঞ্জ। ১৬ ওভারের খেলায় সাউথ কালিগঞ্জ কিংস ক্রিকেট ক্লাবকে হারিয়ে বিজয় লাভ করে ওয়েস্ট কালিগঞ্জ পাওয়ারস। বিকেলে মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি ও সভাপতি কেসিসি ক্রিকেট ক্লাব কাওছার আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব এমএ মালিকের প্রতিনিধি আলী নেওয়াজ ও লন্ডন মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জাহেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ও সিলেট জেলা ছাত্রদল নেতা রেজওয়ান আহমেদ রপি।
বক্তব্য রাখেন- সমাজসেবী মোঃ আক্তার হোসেন সুমন, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, কালিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি ফখরুল ইসলাম, কালিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ তাছকির আলী, কালিগঞ্জ আঞ্চলিক শাখার কোষাধ্যক্ষ মো. দুলু মিয়া, বিএনপি নেতা মখলিছুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়াডের সাবেক সাধারণ সম্পাদক মো জগলু মিয়া, বিএনপির নেতা লুৎফুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সহ সমাজসেবক, রাজনীতিবিদ ও বালাগঞ্জ সদর ইউনিয়ন ক্রিকেট পরিচালনা কমিটির সাবেক বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দসহ আলহাজ্ব এম এ মালিক কালিগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন সিক্স-২০২৫ আসরে অংশগ্রহণকারী ১৬ টি টিমের অধিনায়ক, খেলোয়াড় ক্রিকেট ক্রীড়া মোদী দর্শকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিতিত ছিলেন।
পরিশেষে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দ, খেলা পরিচালক, দক্ষ খেলোয়াড়, চ্যাম্পিয়ান সাউথ কালিগঞ্জ কিংস ক্রিকেট ক্লাবকে হারিয়ে বিজয় লাভ করে ওয়েস্ট কালিগঞ্জ পাওয়ারস টিমের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বালাগঞ্জ সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বালাগঞ্জ উপজেলা যুবদল বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সভাপতি কে সি সি ক্রিকেট ক্লাব কাওছার আহমেদ তার বক্তব্যে বলেন- আলহাজ্ব এম এ মালিক কালিগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন সিক্স ক্রিকেট কাপ ফাইনাল খেলায় দর্শক শ্রোতাদের উপস্থিতি এবং আপনাদের আয়োজন সফল সুন্দরভাবে করাতে আমি আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আলহাজ্ব এম এ মালিক কালিগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন সিক্স ক্রিকেট কাপ দেশ বিশ্বের পরিচিতি সফলতায় তার অবদান ছিল অন্যতম। তিনি অন্যান্য গুণের পাশাপাশি ক্রীড়া প্রেমিক ক্রীড়া ব্যক্তিত্ব প্রিয় সফল সংগঠক ছিলেন। তিনি কিশোর তরুণ প্রজন্ম যুব সমাজকে ক্রীড়া ও খেলাধুলা মাধ্যমে আলোকিত যুব সমাজের জন্য কাজ করেছেন স্বপ্ন দেখতেন। দেশ জাতি গঠনে খেলাধুলার উন্নয়নে শক্তিশালী ভূমিকায় তার সক্রিয় ত্যাগী অবদান বিনোদন খেলাধুলা প্রিয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
সাবেক এই বিচারক আরও বলেন, জনগণের ভোটাধিকার আদায় করার পরিবেশ সৃষ্টি করার এবং ফ্যাসিবাদের উত্থান যেন আর না হয় তার বিপ্লব চলছে।
আব্দুস সামাদ জাহেদ তার বক্তব্যে বলেন, মেধা ও মননের সুষ্ঠ বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক প্রশান্তি অর্জন করা যায়। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। সুন্দর সমাজ গঠনসহ নীতি নৈতিকতা অর্জনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host