বালাগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী সংবর্ধিত

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বালাগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী সংবর্ধিত

বালাগঞ্জ প্রতিনিধি
যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুল আলী বলেছেন, মহান আল্লাহতালা যুক্তরাজ্যে আমাকে অনেক ভালো রেখেছেন। আমার এই সময়ে পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের কল্যাণে কাজ করতে চাই। এখন আমার সময় এসেছে এলাকার কল্যাণে কাজ করা। দেশের মানুষের সাথে দেখা করাটাই একটা আনন্দ। এই লক্ষ্য নিয়েই প্রতি বৎসর দুই একবার জন্মভূমিতে আসি।
তিনি বলেন- এলাকার মানুষের কষ্টের কথা শুনাও আমার একটা দায়িত্বের মধ্যে আছে। যারা দেশে বিভিন্ন সমস্যায় রয়েছে তাদের এসব সমস্যা শোনা এবং এসব সমস্যার সমাধানের চেষ্টা অব্যাহত রাখা আমাদের কর্তব্য। যতদিন বেঁচে আছি ততদিন স্বদেশবাসীর সুখে দুঃখে আছি ইনশাআল্লাহ।
এসময় তিনি হামছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করেন ও বিদ্যালয়ের পক্ষ থেকে উনাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি বলেন- বালাগঞ্জ উপজেলায় শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য সবাই এক যোগে কাজ করতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে দল মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশাপাশি থেকে কাজ করতে হবে। হামছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুঁটে খুঁটে দেখলাম। স্মৃতি সাঁতরে বেড়ালাম এখানে সেখানে। অন্তরঙ্গ সময় দিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অবকাঠামোগত উন্নয়নে বিদ্যালয়টি এগিয়েছে বহুদূর, এগিয়ে যাক।
মোহাম্মদ আবদুল আলী দীর্ঘ দিন পর দেশে আগমন উপলক্ষে বিকালে হামছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মোহাম্মদ আলী সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষকা ও ছাত্র /ছাত্রীবৃন্দ ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২৪ খবর