বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির দোয়া ও আলোচনা সভা

বালাগঞ্জ প্রতিনিধি
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক ও আহ্বায়ক আব্দুর রশিদ মৃত্যুতে ৫নং বালাগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমেদ খলকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির মকবুল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বর্তমান বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ।
বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা যুবদল সদস্য মো. মাসুক মিয়া, বালাগঞ্জ উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ মেম্বার, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবুল আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আজমুল হোসেন, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুহেল তালুকদার, বালাগঞ্জ উপজেলা যুবদল সদস্য রেজওয়ান আহমদ রপি প্রমুখ।
এতে উপজেলা ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর