ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মে ৩, ২০২৫
যেকোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সদ্য গঠিত মানবিক সংগঠন হেল্পস ফাইন্ডারের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অসহায় ৩০টি বাচ্চাকে সম্পূর্ণ ফ্রিতে সুন্নতে খৎনা দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি।
শুক্রবার (০২ মে) বাদ জুমআ’ সিলেটের মোগলাবাজার থানার সনামধন্য বিদ্যাপীঠ সিরাজ উদ্দিন আহমদ একাডেমির একটি কক্ষে এ অভিষেক ও খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রচার সম্পাদক রিহান আহমদের সভাপতিত্বে ও মাসুম-উল-রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
ইমন রহমানের তেলাওয়াত ও তন্ময়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্র নেতা ও রাজপথের লড়াকু সৈনিক তোফায়েল বাসিত তপু, এয়ারপোর্ট থানা কমিটির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মোগলাবাজার থানার আহ্বায়ক আবুল হাসনাত, মোগলাবাজার থানার সদস্য সচিব জামাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম মনসুর, কুচাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সিলেট জেলা বাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমদ, আল আক্বসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আল-আক্বসা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-মামুন।
এর আগে গত ০৮ এপ্রিল এক বৈঠকে সর্বসম্মতিতে হোসেন আহমদ দিপুকে সভাপতি ও রাহিদ আল-হাসান ফাহমিদকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ আবু তারেক, লিমন, সুমন, হিমেল, জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক মিহাদুর, রাহিম, নাহিয়ান, আবিদ, সাংগঠনিক সম্পাদক রুম্মান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ, মাহি, নাহিম, কোষাধ্যক্ষ নাহিদ হাসান, সহ-কোষাধ্যক্ষ আজমল, প্রচার সম্পাদক রিহান আহমদ, সহ-প্রচার সম্পাদক তাহমিদ, নাঈম, সাকিব, মিনহাজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ সাগর ও নির্বাহী সদস্য ওমর, মহিউদ্দিন, দিলশান, মাছুম, মাহবুব, তন্ময়, প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host