সুনামগঞ্জে ভুয়া জুলাই যোদ্ধা আল হেলালের বিরুদ্ধে তদন্ত কমিটি

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

সুনামগঞ্জে ভুয়া জুলাই যোদ্ধা আল হেলালের বিরুদ্ধে তদন্ত কমিটি

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে জুলাই যোদ্ধাদের অনুদানের চেক নেওয়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা আল হেলালের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পরাববার রাতে সুনামগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা প্রশাসক বলেন, চেক বিতরণের পর যাদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাদের চেক জমা না দিতে অনুরোধ জানানো হয়েছে। সিনিয়র সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত করা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ওই মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক আব্দুস সহিদ বলেন, হলুদ সাংবাদিক আল হেলাল ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত দেখিয়ে সে সময়ের সরকারের কাছ থেকে অনুদান নিয়েছে। কিন্তু ২১ আগস্টের আগে ছাতক থেকে সুনামগঞ্জ আসার পথে এক সড়ক দুর্ঘটনায় আহত হয় আল হেলাল। সে একজন প্রতারক ও মামলাবাজ। অবিলম্বে জুলাই আন্দোলনে আহতদের অনুদানের চেক ফেরতসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিও জানান আব্দুস সহিদ।
এ বিষয়ে উপজেলা যাচাই বাছাই কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক জিহান জুবায়ের বলেন, আহতদের তালিকা গঠনের কাজ শুরু হয় সেপ্টেম্বর থেকে, অথচ আমাদের কমিটি গঠিত হয় ডিসেম্বরে। ফলে আমাদের অজান্তেই অনেক নাম তালিকাভুক্ত হয়েছে। এ অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতা।
প্রসঙ্গত, সস্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আল হেলাল ‘আহত জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি এক লাখ টাকার চেক গ্রহণ করেন। আল হেলাল বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের ফ্যাসিস্ট আমলের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা ছিলেন। জুলাই আন্দোলনের সময় তিনি বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে চাকরিচ্যুত হন। তার বিরুদ্ধে আহত সেজে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ উঠলে শুরু হয় বিতর্ক। এ ঘটনায় জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

সর্বশেষ ২৪ খবর