কুমারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিকিউরিটি গার্ডের মৃত্যু

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

কুমারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিকিউরিটি গার্ডের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সিলেটের জালালাবাদ থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামিল আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সিলেটের কুমারগাঁও এলাকায় লুৎফুন্নেসা হলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার বেলা ২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট জামিলকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া জামিল আহমেদ জালালাবাদ থানার পূর্ব কালারুকা এলাকার গরিব উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমান জানান, কুমারগাঁও বিদ্যুৎ অফিসের পাশে লুৎফুন্নেসা হলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন জামিল। দুপুরে হলের রুমে বিদ্যুৎস্পৃষ্টে আহত জামিলকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর