ঢাকা ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫
আনন্দকণ্ঠ ডেস্ক
ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাকে।
গ্রেফতারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। উক্ত মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে, সে জন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।
সূত্র জানায়, হত্যাচেষ্টার ওই মামলায় আটক দেখানোর পর ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তাকে জ্বিন ৩ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি।
রায়হান, দিরাই সুনামগঞ্জের দিরাই উপজেলার বহুল আলোচিত পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সিলেট সুবিধবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াইটায় নগরীর সুবিদবাজার লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে। আলোচিত এই নেতা সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়া সেনগুপ্তার ডান হাত…
In "এক্সক্লুসিভ"
নিজস্ব প্রতিবেদক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ পুর্বক ধর্ষণের অভিযোগে আইনুল হক নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সুনামগঞ্জের ধর্মপাশা থানা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আইনুল পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলা পুলিশের ধর্মপাশা থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের গোয়াইঘাট উপজেলার পুর্ব জাফলং ইউনিয়নের ইসলামপুর…
In "এক্সক্লুসিভ"
নিজস্ব প্রতিবেদক সিলেটৈর তালহা রেস্টহাউজে অভিযান চালিয়েছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। অভিযানে অনৈতিকক কাজের অভিযোগে ৩ পুরুষের সাথে দুই নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম। তিনি জানান, বুধবার (১৮ জুন) বিকালে কোতোয়ালী থানা এলাকায় অবস্থিত…
In "এক্সক্লুসিভ"
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host