যুবদল যুক্তরাজ্য শাখায় দক্ষিণ সুরমার স্থানপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন মুহিবুল হাসান রুম্মান

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

যুবদল যুক্তরাজ্য শাখায় দক্ষিণ সুরমার স্থানপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন মুহিবুল হাসান রুম্মান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার কমিটি গঠন করা হয়েছে। আফজাল হোসেনকে সভাপতি ও বাবর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার বেশ কয়েজন নেতা। তাদেরকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমার ইউথ এসোসিয়েশন ইউকের সেক্রেটারি ও ২৫নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নবগঠিত যুবদলের কমিটিকে শুভেচ্ছা এবং দক্ষিণ সুরমা যুবসমাজকে মূল্যায়ন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ।
নতুন কমিটিতে দক্ষিণ সুরমার স্থানপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মো. শাহজান মিয়া শেনাজ, রাকিব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেদুল হাসান, ড. শেখ মনসুর রহমান, শাকিল আহমদ, শেখ কামাল উদ্দিন তারেক, সহ-দপ্তর সম্পাদক দিলদার হুসেন সুমন, তথ্য ও যোগাযোগ ও প্রযুক্তি বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইউসুফ আলী জাবেদ, সহ-প্রচার সম্পাদক মো. জাকির হোসেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর