সাংবাদিকদের বিরুদ্ধে ফেইসবুক ফেক আইডিতে অপপ্রচার, সুনামগঞ্জ থানায় একাধিক জিডি

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

সাংবাদিকদের বিরুদ্ধে ফেইসবুক ফেক আইডিতে অপপ্রচার, সুনামগঞ্জ থানায় একাধিক জিডি

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বেশ কয়েকটি ফেইক (ভুয়া) আইডি খুলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। মানহানীকর অপপ্রচারে এমন হয়েছে যে, ভুক্তভোগীরা রীতিমতো অসহায় বোধ করছেন। যে কারনে উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের পাশাপাশি স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিও থানায় সাধারন ডায়রী করেছেন। এসব অপপ্রচারকারী নিকৃষ্ট ব্যক্তিদের ফেইক আইডি সনাক্তের পর সাইবার ট্রাইব্যুনালে মামলার প্রস্ততি চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিগত প্রায় জুলাই-আগষ্টের পর স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘আলিকা জামান,রায়হান বিল্লাহ,এমডি রাজু,তায়েফ খান,সহ একাধিক ফেইসবুক ভুয়া (ফেইক) আইডিতে অসৎ উদ্দেশ্যে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ওই সকল আইডি থেকে মিথ্যা-ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপপ্রচারের কারনে স্থানীয় ও জাতীয় পত্রিকার গনমাধ্যমকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ বিব্রতকর অবস্থায় পড়ছেন। ইতিমধ্যে ফেইক আইডি’র বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছাতক থানায় অন্তত ১০টি অধিক সাধারন ডায়রি করা হয়েছে। থানা পুলিশ বলছে, এসব আইডি সনাক্ত করতে আইন-শৃংখলা বাহিনী গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে। সময় বেশী লাগলেও এসব ফেইক আইডি সনাক্ত করা যাবে।

এটিএন বাংলা, দৈনিক সমকাল,দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক প্রকাশক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে বলেন, বেশ কয়েকটি ভুয়া আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে। একটা ফেইক আইডি সামাজিক অস্তুুষ সৃষ্টি করতে পারে,এটাকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এবিষয়ে থানায় সাধারন ডায়রি করা হলেও সংশ্লিষ্ট আইডি সনাক্ত করা যাচ্ছে না। এসব অপপ্রচারকারি নিকৃষ্ট ব্যক্তিদের ফেইক আইডি সনাক্ত হলেই সাইবার ট্রাইব্যুনালে মামলা করা যাবে।

ব্যবসায়ি মো রমজান আলী বলেন, রায়হান বিল্লাহ নামক ফেইক আইডিতে দেখলাম সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করছে। তাই আমি বলেছিলাম উনারা ভালো মানুষ তার পর থেকেই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ গনমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কুরুচীপূর্ণ মিথ্যা তথ্য প্রচার করে আসছে। এবিষয়ে অপপ্রারকারিদের সনাক্ত কিংবা তাদেরকে গ্রেপ্তার করতে না পরার বিষয়টি দুঃখজনক।

যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান এবিষয়ে বলেন, বেশ কয়েক মাস ধরেই ‘বিভিন্ন গণমাধ্যমকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন তাদের নামে কুৎসা রটানো হচ্ছে ভুয়া আইডি দিয়ে। জিডির খবরও দেখেছি পত্রিকায়। এরপরও যদি এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়া হয় তাহলে এটি স্পষ্টত আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা। একাধিক ফেইসবুক আইডিতে কে বা কারা বিভিন্ন ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও অপমানজনক বক্তব্য দিয়ে পোস্ট করছে। এসব আইডি ত্রুত সনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পড়েছে।

ভুক্তভোগী মোঃ জহিরুল ইসলাম শাওন বলেন,বেশ কয়েক মাস ধরেই ‘আলিকা জামান, তায়েফ খান, এমডি রাজু, রায়হান বিল্লাহ’ সহ একাধিক ফেইসবুক আইডিতে কে বা কারা আমার পরিবারের লোকজনদের বিভিন্ন ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও অপমানজনক বক্তব্য দিয়ে পোস্ট করছে। এ বিষয়ে গত ১৮ মে ২০২৫ ইং তারিখে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি। যার নং-৯৫৪। এসব আইডি ত্রুত সনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পড়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম সাধারন ডায়রীর বিষয়ে বলেন, ফেইক আইডি’র বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আইডি সনাক্ত করা হলেই পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীকে আইনের আওতায় আনা অনেকটাই সহজ হবে।

সর্বশেষ ২৪ খবর