দেখার যেনো কেউ নেই

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

দেখার যেনো কেউ নেই

নিজস্ব প্রতিবেদক
হেতিমগঞ্জ বাজারের মা এন্টারপ্রাইজের সিমেন্ট বোঝাই ট্রাকের ভারে ভেঙে যায় ড্রেনের স্ল্যাব। গুদামে মালামাল আনলোডের সময় ট্রাকগুলোকে এখানেই দাঁড় করিয়ে রাখা হয়। ড্রেনটি আক্রান্ত হওয়ার আজ প্রায় ৫ দিন অতিবাহিত হলেও তা মেরামতের উদ্যোগ নেয়নি প্রতিষ্ঠানটি। যদিও তাদের যথেষ্ট রড-সিমেন্ট মজুদ আছে। কিন্তু ড্রেনটি মেরামতে তারা সম্পূর্ণ উদাসীন।
স্থানীয়রা জানান, আক্রান্ত স্থানটির একপাশে স্ট্যান্ড করে রাখা হয় সারিবদ্ধ ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান। অন্য পাশে মা এন্টারপ্রাইজের গুদামসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। ফলে বাজারে আসা জন মানুষকে চলতে হয় এই ড্রেনের উপর দিয়েই।
তাছাড়া, আক্রান্ত স্থানের পাশেই রয়েছে অভিজাত ফুড সামগ্রী প্রতিষ্ঠান পিউরিয়া। এই প্রতিষ্ঠানে আসা গাড়িগুলোকে পার্ক করতে এই ড্রেনের উপর বা পাশ দিয়েই মুভ করতে হয়। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অথচ, এই বিষয়টি দেখার যেনো কেউ নেই।
এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বাজার কমিটিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ী ও পথচারীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর