গোলাপগঞ্জে সাবিনা হত্যার বিচার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

গোলাপগঞ্জে সাবিনা হত্যার বিচার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
গোলাপগঞ্জে সাবিনা হত্যার বিচার চেয়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বাদেপাশা ইউনিয়নের রজবগঞ্জ বাজারে বিশিষ্ট রাজনীতিবিদ এইচ এম ফখর উদ্দিনের সভাপতিত্বে রায়গড় পুরানবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার হাফিজ মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় হাফিজ সাকিবুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক এনামূল হক লিটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাদেপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল আহাদ, ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান আনু মিয়া, ভাদেশ্বর মডেল ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি আব্দুল হামিদ, সমাজসেবক সবুজ আহমদ, জামিল আহমদ, ছাত্রনেতা মাহিদ আহমদ, আব্দুল জব্বার রাফি, জাবেদ আহমদ, সিলেট পলি টেকনিক্যাল কলেজের ছাত্র রবিউল ইসলাম নয়ন, রাহিম আহমদ, মুরাদ আহমদ, আব্দুল কাদির প্রমুখ।

মানববন্ধন শেষে মরহুমার জন্য দোয়া পরিচালনায় মাওলানা মতাহির আলি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর