ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ অংশে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ জ্যামে চরম দুর্ভোগে ছিলেন যাত্রী সাধারণ। বেলা দেড়টা থেকে শুরু হয়ে সেই জ্যাম স্বাভাবিক হয় বিকেল ৫টায়। প্রখর রোদ আর অসহনীয় গরমে গাড়ি নিয়ে আটকা পড়া অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তিন ঘণ্টার এই সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করেন স্থানীয় জনতা ও গোলাপগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানান, বুধবার বেলা দেড়টার দিকে হেতিমগঞ্জ এলাকার হিলালপুর নামক স্থানে একটি মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তারা বলেন, সিলেটগামী মাইক্রোবাসটি গোলাপগঞ্জগামী অটোরিকশা(সিলেট-থ-১১-২০৬১) কে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। গাড়ি দুটির অবস্থান সড়কের মাঝখানে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর উপস্থিত জনতা অটোরিকশাটিকে সড়কের পাশে রাখেন। কিন্তু মাইক্রোবাসটিকে পুরোপুরি সরানো যায়নি। সামান্য কিছু সরিয়ে এক পাশের গাড়ির লাইন খুলে দেওয়া হয়। এভাবে বিকেল ৫টা পর্যন্ত গোলাপগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় এক লাইন দিয়ে গাড়ি আসা যাওয়ার ব্যবস্থা করা হয়। বিকেল ৫টার দিকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানো হলে সড়ক স্বাভাবিক হয়ে ওঠে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host