জগন্নাথপুরে ছাত্রলীগ নেতার বাড়ীঘর ভাঙচুর, আত্মগোপনে পরিবারের লোকজন

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতার বাড়ীঘর ভাঙচুর, আত্মগোপনে পরিবারের লোকজন

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলায় ছাত্রলীগ নেতা সাবাজ মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ৫ই আগস্ট রাতে এই হামলা হয়। সাবাজ মিয়া উপজেলার ২নং পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সে ইউনিয়নের পাটলি ফরিদপুর গ্রামের আকলুছ মিয়ার ছেলে। এই হামলার পর তার বাবা-মা সহ পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছেন। জগন্নাথপুর উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীর নেতৃত্বে স্থানীয় পাটলি ইউনিয়ন বিএনপি হামলা ভাঙচুর করে।

জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাবাজ মিয়ার বাড়ির দরজা-জানালা ভাঙচুর, লুটপাট ও তাণ্ডব চালানো হয়। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানায়, সাবাজ মিয়া ছাত্রলীগে রাজনৈতির সাথে জড়িত থাকার কারণে তার বাড়িতে হামলা ভাঙচুর করে বিএনপির নেতাকর্মী। যার কারণে তার বাবা মা পরিবারের লোকজন বাড়ি ছেড়ে চলে গেছেন।

এবিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সাবাজ মিয়া ছাত্রলীগের টপ নেতা ছিলো, দেশের পট পরিবর্তনের পর হয়তবা কেউ হামলা ভাঙচুর করেছে, আমরা শুনেছি তবে লিখিত অভিযোগ পেলে এই ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর