কাউন্সিল অফ মস্ক এর উদ্যোগে ইমামদের জন্য মধ্যাহ্নভোজ-সেমিনার

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

কাউন্সিল অফ মস্ক এর উদ্যোগে ইমামদের জন্য মধ্যাহ্নভোজ-সেমিনার

টাওয়ার হেমলেটস কাউন্সিলের মসজিদ পরিচালনার শীর্ষ সেবা মূলক সংগঠন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটেস এর উদ্যোগে এবং টাওয়ার হ্যামলেটকাউন্সিলের সহযোগিতা ইমামদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজ এবং সেমিনার আয়োজনকরছে।
শনিবার (১৯ জুলাই) দিনব্যাপী এই সেমিনার পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের মেইল হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান মাওলানা শামসুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা’র সঞ্চালনায় শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ফর্ডস্কোয়ার মসজেদের ইমাম মাওলানা রেজাউল ইসলাম।
টাওয়ার হ্যামলেটেস চিল্ড্রেনস এন্ড সোস্যাল কেয়ার ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে বক্তব্য ও ডুকুমেন্টারী উপস্থাপন করেন আইছোবেল উইকাম ও এফ এফ টি থেরাফিস্ট। নামাজের সময়সূচি ও রমজানের সেহরির সময় সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়, প্রতিবছরই আমাদের কমিউনিটিতে এবিষয়ে দিধা দন্ধ হচ্ছে। বিষয়টি পরিষ্কার হওয়াদরকার। মুসলিম কমিউনিটিতে বিভ্রান্তি না হয়ে
সেহরী ও ইফতারের সময় এক সাথে নির্ধারণ করা দরকার। সেমিনারে ইস্ট লন্ডন মসজিদের ঈমাম শেখ আব্দুল কাইয়ুম, দারুলউম্মার ইমাম আবুল হাছানাত চৌধুরী, স্টেপনি শাহজালাল মসজিদের ইমাম তাজুল ইসলাম সহ বিবিন্ন মসজিদের ইমাম বক্তব্য রাখেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটেস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ, প্রেসিডেন্ট শামসুল হক, ট্রেজারার সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, জয়েন্ট সেক্রেটারি মাহফুজ রব, সাবেক কাউন্সিলর আনসার মুস্তাকিম প্রমুখ।
অনুষ্ঠিত সেমিনারে টাওয়ার হ্যামলেটসের বিবিন্ন মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও নির্বাহী কমিটির সদস্য উপস্থিত ছিলেন। ইমামদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যা তাদেরধর্মীয় দায়িত্ব পালনে সহায়তা করবে। এই সেমিনারটি ইমামদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতেসহায়ক হবে এবং তাদের সমাজ ও সম্প্রদায়ের জন্য আরও কার্যকরভাবে কাজ করতেউৎসাহিত করবে। সেমিনাররে উপস্থিত ইমামদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়াহয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর