ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
ছয়েফ মিরাসী, সৌদি
আনজুমানে আল ইসলাহ সৌদি আরব জেদ্দা শাখার উদ্যোগে বিশেষ খানকা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টায় এ খানকা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে পবিত্র উমরাহ পালনে আগত হযরত আল্লামা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ছাহেব ফুলতলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবন পরিচালনার মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কোরআন ও হাদিস এই লক্ষ্য অর্জনের সঠিক পথ দেখায়। ইসলামী জীবনবিধান অনুসরণ করলে পরকালে এর পুরস্কারস্বরূপ চিরস্থায়ী জান্নাত লাভ হবে।
তিনি বলেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে জাহান্নামের (দোজখ) কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। কোরআন ও হাদিস হলো আল্লাহ তা’আলার পক্ষ থেকে মানবজাতির জন্য প্রেরিত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা (দস্তুরুল হায়াত)। এর নির্দেশনা মেনে চললে মানুষ দুনিয়ার জীবনেও সফলতা, শান্তি এবং সম্মান অর্জন করতে পারে এবং একইসাথে পরকালের অনন্ত জীবনকেও কল্যাণময় করে তুলতে পারে।
শাখার সভাপতি শেখ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ আল জুমান, মিজানুর রহমান ও হাবিব আহমদের যৌথ সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত হাফিজ জুয়েল আহমদ। হামদ পরিবেশ করেন জুনেদ আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আল ইসলাহ সৌদি আরব জেদ্দা শাখার প্রধান উপদেষ্টা ও সৌদি আরবের সমন্বয়ক ক্বারী শামসুল ইসলাম, উপদেষ্টা ক্বারি কবির আলী, মাওলানা আব্দুল মতিন, সভাপতি শেখ মাহমুদুর রহমান, সেক্রেটারি আহমেদ আল জুমান, আব্দুল মুহিব, রুবেল আহমদ, আবুল খায়ের রেদওয়ান, ছাইফুল হক মিরাসী , কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির ছাত্র মুমতাজুল ইসলাম চৌধুরী, জেদ্দা সাংস্কৃতিক ফোরামের সভাপতি এনামুল হক এনাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা নজরুল ইসলাম, রুহেল আহমদ, আব্দুল মতিন, আব্দুল ওয়াদুদ শায়েস্তা, সহ-সভাপতি ক্বারী আব্দুল আহাদ, মকবুল ইসলাম, সুলতান আহমদ। মনসুর আল মামুন, এনামুল হক, সুয়েব আহমদ, লোকমান আহমদ, কামরান হোসাইন তুহিন, সুহেল আহমদ, মোঃ এনামুল হক, জুয়েল আহমদ, আব্দুল বাকির মারুফ, তানভির আহমদ, মফিজুল আলী, আনোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন, পারভেজ আহমদ, মোঃ ইমাদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host