ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
টাওয়ার হ্যামলেটসের মসজিদ পরিচালনাকারী কেন্দ্রীয় সংগঠন ‘কাউন্সিল অব মস্ক’-এর সাধারণ সভা ও নির্বাচন শনিবার (১৮ নভেম্বর) লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ভোটার ও প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।
নির্বাচন পরিচালনা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান, সহায়তা করেন আজম খান ও কয়েছ আহমেদ।
নবনির্বাচিত কমিটিতে রয়েছেন- চেয়ারম্যান হাফেজ মাওলানা শামসুল হক, জেনারেল সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা, ট্রেজারার মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শামসুল হক, ডেপুটি সেক্রেটারি মাহফুজ রব।
এক্সিকিউটিভ মেম্বারগণ হলেন- মুহাম্মদ আতিক মিয়া, বসির আহমদ, নুরুল উল্লাহ, নুরুল আমিন, মুসলেহ উদ্দিন ( দারুল হাদিস লতিফিয়া) মাওলানা মুসলেহ উদ্দিন, ইতাওয়ার হোসেন মুজিব, আরজু মিয়া, মহিন উদ্দিন মজুমদার ও আতাউর রহমান।
সভায় ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, দারুল উম্মাহ মসজিদের চেয়ারম্যান আহমেদ মালিকসহ বিভিন্ন মসজিদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার লুতফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটসে ফার-রাইট গোষ্ঠীর বিভাজনমূলক প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্য ও সংহতি বজায় রাখতে কাউন্সিল ও স্থানীয় সম্প্রদায় একসাথে কাজ করবে।”
সভায় বক্তারা সমাজে ড্রাগ, নাইফ ক্রাইম ও অপরাধ দমনে মসজিদের ভূমিকা জোরদারের আহ্বান জানান এবং বলেন যে, আলেম-উলামা ও কমিউনিটি নেতৃত্বের এ সংগঠন সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছে। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host