ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলায় দলিল লেখক সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে টান-টান উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। দলিল লেখকদের আওয়ামীলীগ প্যানেল সমিতির গঠনতন্ত্র ও নির্বাচন বিধিমালার তোয়াক্কা না করে একটি ভূয়া কমিশন গঠণ করে তফসিল ঘোষনার ঘটনায় বিএনপি জামায়াত প্যানেলের দলিল লেখকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
বিএনপি প্যানেলটি নির্বাচন বয়কট করে ঘোষিত তফসিল বাতিল চেয়ে জেলা দলিল লেখক সমিতির হস্তক্ষেপ কামনা করেছে। অন্যতায় অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নেওয়ার হুসিয়ারী দিয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়, চলতি মাসের ২৩ জুলাই ওসমানীনগর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অধীনে দলিল লেখকদের সংগঠন ওসমানীনগর দলিল লেখক সমিতি ১৫ টি পদে ত্রি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়। এবং সেই তফসীল ঘোষনা করে আওয়ামীলীগ প্যানেলের দলিল লেখকরা।
ঘোষিত তফসীলে গত ৩০ জুলাই মনোনয়ন দাখিল ও ১৬ ই আগস্ট ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়। কিন্তু সেই নির্বাচন আয়োজনের ব্যাপারে সমিতির গঠনতন্ত্র ও নির্বাচন বিধিমালা অনুসরণ করা হয়নি। নেওয়া হয়নি জেলা দলিল লেখক সমিতির অনুমোদন। জেলা কমিটির অনুমতি ছাড়া এরকম একটি ভূয়া নির্বাচন আয়োজনের ঘটনায় বিএনপি ও জামায়াত প্যানেলের দলিল লেখকরা নির্বাচন বয়কট করে আপত্তি তুলেন তাদের ক্ষমতায়ন নিয়ে। দাবি তুলেন দ্রুত ঘোষিত তফসীল প্রত্যাহারের।
এদিকে ঘোষিত তফসীল নির্বাচন আয়োজন ও নীতি নির্ধারণের দায়িত্বে যাদের মনোনীত করা হয়েছে আহবায়ক/ রির্টানিং কর্মকর্তা সৈয়দ শাহাব উদ্দিন মুহিত, সদস্য/সহকারী রিটানিং কর্মকর্তা যথাক্রমে শিব্বির আহমদ ও আব্দুল কুদ্দুছ তারা প্রত্যেকই নির্বাচন আয়োজন কমিটির মনোনীত লোক ও আওয়ামীলীগ প্যানেলের সমর্থক বলে জনাগেছে।
এছাড়া তথাকথিত কমিশনের প্রকাশিত চুড়ান্ত ভোটার তালিকায়ও রয়েছে ব্যাপক গড়মিল। দলিল লেখকের সনদ নেই,কিংবা সনদ আছে নবায়ন নেই এমন লোকদেরও চুড়ান্ত ভোটার তালিকায় ভোটার রাখা হয়েছে।
এমন সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ প্যানেলটি পূর্বের ন্যায় আবার দলিল লেখকের সভাপতির চেয়ারটি দখলে নিতে চায় বলে অভিযোগ করেছেন নির্বাচন বয়কট প্যানেলের সদস্য ও দলিল লেখক মো: আবু জাফর মুজেফর।
তিনি বলেন,পতিত আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা “হাসিনা মার্কা” নির্বাচনের আয়োজন করতে তাদের দলীয় লোকেরা সহায়তা করছে,যা অত্যন্ত দু:খজনক হলেও সত্য। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে দলিল লেখকদের কোন ধরণের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
নির্বাচনের আহবায়ক ও রির্টানিং কর্মকর্তা সৈয়দ শাহাব উদ্দিন মুহিতের মুঠোফোনে কল দিলে তিনি ব্যস্ত আছেন এখন কথা বলা সম্ভব হচ্ছেনা বলে ফোন কেটে দেন। পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।
জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী ফরিদুর রহমান জানান,এই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জেলা কমিটির অনুমোদন নেওয়া হয়নি। যারা এ নির্বাচন আয়োজন করেছে তাদের স্বার্থ হাসিল করতে এমনটা করা হয়েছে। তবে জেলা কমিটিকে অবজ্ঞার বিষয়টি গভীরভাবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
তাজপুর সাবরেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার মো: মোশারফ হোসেন জানান, দলিল লেখকদের নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ দলিল লেখকদের এখতিয়ার।তাদের গঠণতন্ত্র অনুযায়ী তারা নির্বাচন পরিচালনা করে থাকেন।এখানে সাব-রেজিস্ট্রারের কোন কিছু করার থাকেনা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host