ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি একটাই দাবি- আমাদের বোন শাম্মি হত্যার ন্যায় বিচার চাই।
আমরা শাম্মি আক্তারের দুই বোন। আমাদের ছোট বোন, এক নিষ্পাপ শিশু, মাত্র ৭ বছর বয়সে জকিগঞ্জের অন্ধকারে হারিয়ে গেলো। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পর সাত দিন পর পরিত্যক্ত ডোবায় বস্তাবন্দি মরদেহ হিসেবে পাওয়া যায় তাকে। আমাদের মা প্রতিদিন কান্নায় ভেঙে পড়েন, আর বাবার চোখে থাকে অনবরত বেদনার অশ্রু।
বাবা, যিনি জকিগঞ্জ থানায় দীর্ঘ ২০ বছর বাবুর্চি হিসেবে কাজ করেন, এখনও সামান্য একটি মামলার জন্য গুমরাহ, কারণ সততার মূল্য দিতে হয়- আমাদের পরিবারের এটাই দাম। এই অবস্থায় আমাদের বোনের ন্যায়ের প্রশ্নে দাঁড়ানো আমাদের জন্য দুঃসহ এক যন্ত্রণার কথা।
আমাদের বোন শাম্মির সেই নির্দোষ হাসি, তার ছোট ছোট স্বপ্নগুলো আজ শুধু স্মৃতির পাতায় বন্দী। সে আর আমাদের মাঝে নেই, অথচ হত্যাকারীরা আজও রেহাই পেয়ে আত্মগোপনে। দীর্ঘ ২ বছর ১১ মাস পার হলেও বিচারপ্রাপ্তি হয়নি, যেন আমাদের পরিবারের ব্যথা কেউ শুনতে চায় না। আমাদের ঘরে একঘণ্টার নিদ্রাও নেই। রাতে শোনাই তার কাঁদার আওয়াজ, দেখি তার নিঃশ্বাসের ছায়া। কিন্তু কেউ আমাদের শুনে না, কেউ আমাদের সাহায্য করে না।
আগামী ৪ সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকী। আমরা চাই- সেই দিন শুধু স্মরণ না হয়, বিচারও হোক। আমরা কাঁদি, আর আমরা চিৎকার করি- আমাদের বোনের রক্তের বিচার চাই। থানা পুলিশের কাছে বিচার না পেয়ে মামলাটি পিবিআই সিলেট-এর কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, পিবিআইয়ের পক্ষ থেকেও আজ পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আমাদের এই যন্ত্রণার শেষ দিন চাই, যাতে কোনো মা আর না হোক এমন অন্ধকার রাতে কান্নায় ভেঙে। আমাদের প্রতিবাদের শব্দ শোনা হোক, আর অপরাধীরা শাস্তির আওতায় আনা হোক। আমাদের বোনের ন্যায়বিচারের জন্য আমরা আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পিবিআই সিলেট-এর কাছে। আমরা বিশ্বাস করি, বিচারহীনতা আর থাকবে না।
শ্রদ্ধাভরে,
সামিয়া আক্তার ও ছামিরা আক্তার
(শিশু শাম্মি আক্তারের বড় দুই বোন)
জকিগঞ্জ, সিলেট।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host