ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক (১ম স্থান) হিসেবে স্বীকৃতি পেয়েছেন দেশ য্বু সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অভিনয়শিল্পী ও যুব সংগঠক মো. কামাল। এ নিয়ে তিনি টানা ২য় বারের মতো ১ম স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
যুব সংগঠক মো. কামাল বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আমি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেন তিনি। মো. কামাল সিলেটের বিভিন্ন এলাকার অসহায়, বেকার ও প্রান্তিক যুবকদের পাশে দাঁড়ানো এক নিবেদিতপ্রাণ সমাজকর্মী। শিক্ষার প্রসার, মানবিক সহায়তা ও জনসচেতনতা তৈরির নানামুখী কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ করেন। করোনা মহামারি, বাল্যবিবাহ রোধ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, দরিদ্র মানুষের সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তাঁদের এ ধরনের স্বীকৃতি তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও পরিশ্রমের পথে অনুপ্রাণিত করবে। মো. কামাল সিলেট জেলার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক (১ম স্থান) অর্জন করায় জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর সকলকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে মনোনীত প্রার্থীদের মধ্য থেকে সিলেট জেলার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক (১ম স্থান) হিসেবে স্বীকৃতি হিসেবে মো. কামালকে যুব সংগঠক হিসেবে নির্বাচিত করা হয়। তাঁর সামাজিক অবদান, উদ্ভাবনী উদ্যোগ ও নেতৃত্বগুণের কারণে ভবিষ্যতে তিনি তরুণ সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তারা আশাবাদী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host