ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে প্রেমঘটিত কারণে এমরান হোসাইন নামে এক যুবককে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ ওঠেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকার সময় জিন্দাবাজারস্থ সিলেট মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত এমরান হোসাইন বালাগঞ্জ উপজেলার শংকর পুর গ্রামের আছকির মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট মহিলা কলেজের সামনে মোছাঃ তাইমা বেগম নামে এক মেয়ের সাথে এমরান হোসাইন গল্প করছিলেন। বিষয়টি ওই মেয়ের বাবা প্রভাবশালী মো: সাহিদ আলী জানতে পেরে স্থানীয় কয়েক যুবককে ডেকে ঘটনাস্থলে পাঠান। মেয়ের বাবার নির্দেশে ওই যুবকরা এসে এমরান হোসাইনকে দেশীয় অস্ত্র লাঠি-সোঁঠা দিয়ে এলোপাতাড়ি পিটাতে শুরু করেন। এসময় তার আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা অস্ত্র উচিয়ে বীরদর্পে চলে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত যুবক এমরান হোসাইন জানান, ২০২১ সাল থেকে মোছা: তাইমা বেগমের সাথে তার প্রেমের সম্পর্ক শুরু হয়। প্রায় ২বছরের প্রেমের সম্পর্কে চলাকালীন সময়ে তাইমা বেগমের স্বজনদের হাতে অনেক নির্যাতন ও অপমানিত হয়েছেন। তাদের এ সম্পর্ক তাইমা বেগমের বাবা-মা, কোন আত্মীয় স্বজন মেনে নিতে পারেননি। বিশেষ করে তাইমার বাবা সিলেট শহরের প্রভাবশালী হওয়ায় এর আগেও একাধিকবার বাধা ও হামলা চালিয়েছেন।
তাদের পরিবার নিরীহ ও দুর্বল হওয়ায় বার বার হামলার শিকার হতে হয়েছে। আইনের আশ্রয়ও তিনি নিতে পারছেননা। তাদের ভয়ে গোপনে দেখা করার জন্য জিন্দাবাজারে এসেছিলেন এমরান হোসাইন। এরপরও তিনি নিজেকে রক্ষা করতে পারেননি, হামলার শিকার হলেন।
কান্নাজড়িত কণ্ঠে এমরান হোসাইন আরও বলেন, হামলাকারীরা যাওয়ার সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেছে, ‘ ভাগ্য ভালো আজ বেঁচে গেছিস, পরবর্তীতে আর রক্ষা পাবেনা। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host