ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫
শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার তোফায়েল আহমেদ ১৪ জুন শনিবার বাৎসরিক পরিদর্শনের আওতায় শাল্লা থানা পরিদর্শন করেছেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দিরাই সার্কেল শরিফুল হক সহ তার সঙ্গে আসা পুলিশ সদস্য গণ উপস্থিত ছিলেন।
তিনি দুপুরে ১টার দিকে শাল্লা থানায় পৌঁছালে পুলিশের একটি চৌকস দল উনাকে গার্ড অফ অর্নার প্রদান করেন।
এরপর সঙ্গে আসা কর্মকর্তাগণ সহ শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত ওয়ালী আশরাফ খান ও অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে নবনির্মিত পুশব্যারাক, অফিসারদের বসবাসের জন্য নবনির্মিত স্টুডিও অ্যাপার্টমেন্ট পরিদর্শন করেন, এবং শাল্লা থানার অফিসিয়াল কাজ কর্ম শেষে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন। সেই সাথে শাল্লা থানার পুলিশ কে আইন শৃঙ্খলা বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host