ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
দিরাই প্রতিনিধি
দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বজিত চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহজাহান সিরাজ।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি বিষ্ণুপদ দাস, মুজিবুর রহমান মুজিব ও জিয়াউর রহমান লিটন, সহ সাধারণ সম্পাদক প্রদীপ দে, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, সহ সাংগঠনিক সম্পাদক সজীব রশিদ চৌধুরী, কোষাধ্যক্ষ অমিয় রায় অশোক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রশান্ত সাগর দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম রায় চৌধুরী, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোস্তাহার মিয়া মোস্তাক, মহিলা বিষয়ক সম্পাদক মৃন্ময়ী রায় মীম এবং সহ মহিলা বিষয়ক সম্পাদক দিপুমনি দাস।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- হান্নান অর রশীদ, মনোমিতা বর্মন ও শিমুল পাল।
এছাড়া ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তারা হলেন- অংকুর সাংস্কৃতিক ও সেবা পরিষদের সভাপতি বেণী মাধব নন্দী, গীতিকার শাহ আব্দুল তোয়াহেদ, দিরাই সরকারি ডিগ্রী কলেজের ভাপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার, গীতিকার শাহ নূর জালাল, গীতি কবি আবদুর রহমান, মোখলেছুর রহমান লাল মিয়া, নাট্যাভিনেতা শাহ মোঃ আলী রব, বাউল সিরাজ উদ্দিন, বাউল রণেশ ঠাকুর, ইয়াহিয়া চৌধুরী, মিন্টু পুরকায়স্থ, প্রীতি রানী দাস, কবি মিজানুর রহমান মিজান।
দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শাহজাহান সিরাজের সঞ্চালনায় জালাল সিটি সেন্টার গ্রাউন্ড হল রুমে সাধারন সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন বিশিষ্ট নাট্যাভিনতা শাহ মোহাম্মদ আলী রব, বাউল শিল্পী ও গীতিকার শাহ আলী নুর, গীতি কবি আব্দুর রহমান, অংকুর সাংস্কৃতিক ও সেবা পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণু পদ দাস, রফিকুল ইসলাম,মুজিবুর রহমান,ইয়াহিয়া চৌধুরী, কবি মিজানুর রহমান মিজান,প্রশান্ত সাগর দাস, প্রদীপ দে,জীবন সুত্রধর, শিমুল পাল সহ সংগঠনের সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বজিৎ চৌধুরী।
সভায় বক্তারা বলেন, দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলতে কাজ করবে। তরুণ প্রজন্মকে সংস্কৃতির চর্চায় অনুপ্রাণিত করাই হবে এ সংগঠনের মূল লক্ষ্য।
দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোট ভাটি অঞ্চলের শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, আবৃত্তি, নৃত্য, চিত্রাংকন, সংগীত এবং ধামাইলসহ সকল ঐতিহ্য ধরে রাখতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host