ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
যুক্তরাজ্যের পুলিশ বিভাগে অফিসার পদে যোগদান করছেন সিলেটের বিশ্বনাথের ছেলে শাহ্ লোকমান হোসেন রাফি। তিনি বিশ্বনাথ পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের জানাইয়া (পূর্ব কাউপুর) গ্রামের মাস্টার শাহ্ মস্তাব আলীর জ্যেষ্ঠ ছেলে। তাদের পরিবার দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যের ওল্ডহাম শহরে বসবাস করছেন।
গত ৮ জুলাই রাফি কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এর মাত্র দুই সপ্তাহ পরই যুক্তরাজ্যে পুলিশ অফিসার পদে চাকরির অফার লেটার পান তিনি। আগামী ২৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে তিনি ম্যানচেস্টার মেট্রোপলিটন পুলিশে যোগদান করতে যাচ্ছেন।
রাফির এমন অর্জনকে তাঁর গ্রামের মানুষ, আত্মীয়-স্বজন ও যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি একটা বড় সাফল্য হিসেবে দেখছেন। তারা বলছেন, এটি শুধু এলাকার নয়, পুরো বিশ্বনাথ, সিলেট তথা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়।
এদিকে, শাহ্ লোকমান হোসেন রাফির সুস্থতা, সফলতা ও দীর্ঘ কর্মজীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পিতা মাস্টার শাহ্ মস্তাব আলী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host