ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫
বাংলাদেশ ডাক বিভাগ, পূর্বাঞ্চল সার্কেল চট্টগ্রামের পোস্টমাস্টার জেনারেল মো. ছালেহ আহাম্মদ বলেছেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তির উপর দক্ষতা অর্জন এক অপরিহার্য বিনিয়োগ। তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগের ডিজিটাল ডাকঘর সমূহের ০৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্স- ‘ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন’ কোর্সের নির্বাচনী পরীক্ষা পরিদর্শনকালে এ কথা বলেন।
সিলেট পোস্টাল বিভাগের অধীনস্থ ডিজিটাল ডাকঘর সমূহের পোস্টাল একাডেমি, রাজশাহী এর নিয়ন্ত্রণাধীন ০৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্স- ‘ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন’ কোর্সের নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষা সিলেটের রাজা জি. সি. উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পোস্টাল একাডেমি, রাজশাহী এর মাননীয় প্রশিক্ষক, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ রুহুল আমীন, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, সিলেট বিভাগ, সুজিত চক্রবর্তী, পোস্ট অফিস সুপার সিলেট বিভাগ, মলয় কান্তি সরকার, পোস্ট অফিস পরিদর্শক সিলেট পূর্ব উপ-বিভাগ বাবলু রায়, স্টেনো টু ডিপিএমজি সিলেট বিভাগ, চুমকী রানী তালুকদার, পোস্টাল অপারেটর দেবপ্রসাদ পাল, মোঃ আব্দুল বাসিত, সাইফুল শিকদার, জালাল উদ্দিন, প্রিয়া ভট্টাচার্য, রুবেল পুরকায়স্থ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ জাকারিয়া চৌধুরী, ডিজিটাল ডাকঘর সমূহের পরীক্ষা সমন্বয়ক রোহেল আহমদ, অফিস সহায়ক মোঃ ইকবাল আহমদ, মোঃ সুহেল আহমদ, মোঃ নাসির উদ্দিন, সুইটি বেগম, মোঃ গিয়াস উদ্দিন, পীযুষ চন্দ, মোঃ আনোয়ার হোসেন।
ডিজিটাল ডাকঘর সমূহের উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বলরাম বনিক, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আল আমীন, রুবেল আহমদ, কৃপেষ দাস, মীন কুমার চক্রবর্তী, লায়েছ উদ্দিন, আতিকুর রহমান, প্রমুখ।
পরীক্ষায় সিলেট বিভাগের বিভিন্ন ডিজিটাল ডাকঘর সমূহ হতে প্রায় ৪৬৫ জন পরীক্ষার্থী লিখিত ও ব্যবহানিক পরীক্ষায় অংশ নেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host