ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খানকে বদলীজনিত বিদায় উপলক্ষে নগরভবনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় নগরভবনের সভাকক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূরের পরিচালনায় এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান। এ সময় তিনি সিসিকে তাঁর কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রাজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্ণেল (অব.) মোহাম্মদ উল্লাহ সজীব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, ট্যাক্সেশন অফিসার মো. জামিলুর রহমান, লাইসেন্স অফিসার রুবেল আহমদ প্রমুখ। এ সময় সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষ পর্বে মতিউর রহমান খানের হাতে সিসিক এবং রাজস্ব বিভাগের শাখাসমূহের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মতিউর রহমান খানকে সুনামগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host