এডুকেশন হেলথ সোসাইটি সিলেটের ফ্রি ব্লাড ক্যাম্পিং

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫

এডুকেশন হেলথ সোসাইটি সিলেটের ফ্রি ব্লাড ক্যাম্পিং

নিজস্ব প্রতিবেদক
এডুকেশন হেলথ সোসাইটি সিলেটের উদ্যোগে পঞ্চমবারের মতো ফ্রি ব্লাড ক্যাম্পিং ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার জামেয়া ইসলামিয়া বুধবারীবাজার মাদ্রাসা প্রাঙ্গণে লন্ডন টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ডের কাউন্সিলর সাবিনা খানমের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জিসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাব্বি এর পরিচালনায় এ আয়োজন সম্পন্ন হয়।
কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাদেরকে রক্তদানে উৎসাহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবুল আলম তোফায়েল, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সামিহা তাহসিন, সহ-দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন, সামাজিক সংগঠক মাসুদুল হাসান নাঈমসহ বুধবারীবাজার মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর