ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫
মো. বিলাল উদ্দিন
৩৮ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক বিদায় নিলেন রাজকীয় ভাবে। চাকুরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও ছুটে আসেন শিক্ষকরা। তাকে বিদায় জানাতে স্কুলে ভিড় করেন এলাকাবাসী। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত।
বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর ভালোবাসায় এভাবেই সিক্ত হয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী।
দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন নিত্যানন্দ দাস। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে ফুলে সাজানো গাড়ীতে করে বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
বিদায়ী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে নিত্যানন্দ দাস বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।
বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওয়াদুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা কলেজের প্রভাষক আতাউর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, বারহাল ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল মাও. নেছার আহমেদ, সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সোহরাওয়ার্দী, গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার আবুল হোসেন, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনজুর আহমেদ, বিএনপি নেতা আব্দুল জলিল, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রশিদ আলী, সেক্রেটারি আব্দুস শুকুর। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host