ঢাকা ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে রণধীর পাল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মঈনুল আহসান।
বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী পানি ও খাদ্যবাহিত রোগ। বিশেষ করে শিশুদের মধ্যে এ রোগের ঝুঁকি বেশি। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে ক্যাম্পেইন সফল করতে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, সরকারের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশু-কিশোরদের টিকা নিশ্চিত করতে হবে। এটি শুধু একটি টিকাদান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার শিশুদের টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্স এমটি (ইপিআই) নিউটন ধরের পরিচালনা, উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ফাল্গুনী ভট্টাচার্য, ডা. শারমিন খন্দকার, ডা. মোহাম্মদ আব্দুল জাহিদ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আলা হোসেন, রণধীর পাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল দাস, স্বাস্থ্য পরিদর্শক সুষেন চন্দ্র দাস, তাজপুর পরিবার কল্যাণ পরিদর্শক ইতি রানী দত্ত, সহকারী পরিদর্শক সিপ্রা চক্রবর্তী, ব্যবসায়ী দুলাল আহমদ, অভিভাবক সদস্য জুবায়ের আহমদ মজনু প্রমুখ।
এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ওসমানীনগর উপজেলায় মোট ৩৩,৭১১ জন রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে উমরপুর ইউনিয়নে ৩,৯৩৩ জন, সাদিপুরে ৫,০১২ জন, পশ্চিম পৈলনপুরে ২,০১৮ জন, বুরুঙ্গা ইউনিয়নে ৩,৪৬৩ জন, গোয়ালাবাজারে ৩,৮১৪ জন, তাজপুরে ৪,৩৪৩ জন, দয়ামীরে ৫,২৪৪ জন এবং উসমান ইউনিয়নে ৫,২৪৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হবে ১০ কার্যদিবসে স্কুল এবং ৮ কার্যদিবসে কমিউনিটি পর্যায়ে এ ক্যাম্পেইন চলবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মঈনুল আহসান কয়েকজন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করেন এবং উপস্থিত সবাইকে টিকাদান কার্যক্রমে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host