আগামীকাল শুরু এসআইইউ আইসিটি ফেস্ট

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

আগামীকাল শুরু এসআইইউ আইসিটি ফেস্ট

নিজস্ব প্রতিবেদক
আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ)-এর বহুল প্রত্যাশিত দুই দিনব্যাপী আইসিটি ফেস্ট ২০২৫। উৎসবকে ঘিরে ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে সাজসজ্জার উচ্ছ্বাস আর শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য। উৎসবের প্রতিটি কোণায় এখন শুধু ব্যস্ততা, রঙ আর উচ্ছ্বাসের মিশেল।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীরাই হাতে নিয়েছেন আয়োজনের প্রস্তুতির ভার। কম্পিউটার বিজ্ঞান বিষয়ক সৃজনশীল চিত্রকর্ম, রঙিন কাগজ, গ্রাফিতি, ব্যানার ও নানা ধরনের ডেকোরেশনে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল আলমের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই প্রযুক্তি উৎসব। দুই দিনব্যাপী এই উৎসবে থাকবে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ প্রোগ্রামিং প্রতিযোগিতা (ওটচঈ), আইসিটি কুইজ, প্রজেক্ট প্রদর্শনী, আইডিয়াথন, স্কুইড গেমসহ নানা রকম আকর্ষণীয় ইভেন্ট। অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
সিএসই বিভাগের ২-১ সেমিস্টারের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, “আইসিটি ফেস্টের আইডিয়াথনে আমরা বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য সফটওয়্যারের আইডিয়া নিয়ে কাজ করি, যা ভবিষ্যতে আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।” একই বিভাগের ৩-২ সেমিস্টারের শিক্ষার্থী সামিয়া রহমান, যিনি সাজসজ্জার নেতৃত্ব দিচ্ছেন, বলেন, “ডিজাইন, গ্রাফিতি, স্টিকার, চিত্রকর্ম; সবকিছু করছি সবাই মিলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিম নিয়ে কাজ করছি। আশা করি আগামীকাল দারুণ একটি অনুষ্ঠান হবে।” বিবিএ বিভাগের শিক্ষার্থী কাব্য সিনহা বলেন, “এ ধরনের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ে হওয়া খুব দরকার। আমাদের প্রত্যাশা, এমন আয়োজন যেন বারবার হয়।”
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. উমর ফরুক জাহাঙ্গীর বলেন, “আমাদের বিভাগ সবসময় শিক্ষার্থী বান্ধব। একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে আমরা জোর দিই। আইসিটি ফেস্ট সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ।” বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন জনাব খালেদ হোসেইন এ আয়োজনকে অভিহিত করেন, “শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্ব ও দলগত চেতনার এক উজ্জ্বল উদযাপন হিসেবে।”
শিক্ষার্থীদের ভাষায়, এই আয়োজন কেবল আনন্দের নয়, বরং শেখা, উদ্ভাবন এবং একসাথে কাজ করার একটি দুর্লভ সুযোগ। প্রযুক্তিকে ভালোবাসা তরুণদের জন্য এটি হয়ে উঠবে দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর