ভিডিও চিত্র ভাইরাল, জানেন না কর্তৃপক্ষ
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শৌচাগারের বেহাল দশা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>ভিডিও চিত্র ভাইরাল, জানেন না কর্তৃপক্ষ</span> <br/> কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শৌচাগারের বেহাল দশা

মঈন উদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ
সিলেটের সীমান্ত জনপদ কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালের আগত শতশত রোগীদের শৌচাগারের বেহাল দশার ভিডিও চিত্র রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
উপজেলার অধিবাসী ‘সিপি বিলাল আহমদ’ নামীয় ফেইসবুক আইডি থেকে প্রচারিত ১২ অক্টোবর (রবিবার) কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ব্যবহৃত টয়লেটের ভেতর নোংরা চিত্র তুলে ধরা হয় এবং ভয়েসে এর পিচ্চিলতা ও দুর্ঘন্ধের কথা বর্ননা করা হয়। নেটিজেনরা বিষয়টিকে উপজেলাবাসীর জন্য লজ্জাজনক বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পাশাপাশি পিচ্চিল বাথরুমে অসুস্থ রোগীরা আহত হওয়ার সম্ভাবনা প্রকট বলে ধারনা করছেন। এ বিষয়ে মান ও স্বাস্থ্যসম্মত এবং ব্যবহার উপযোগী শৌচাগারের পরিবেশের সৃষ্টিতে উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান ওই পোস্টকারী।
ভাইরাল হওয়া ভিডিও চিত্র পোস্টকারী রাজনগর নিবাসী বেলাল আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকে জানান, গতকাল ছোট বাচ্চাকে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে যাই। একপর্যায়ে শৌচাগারের প্রয়োজন হলে বিদঘুটে দূর্গন্ধ আর নাজুক অবস্থা অবলোকন করেন নাকচেপে।এহেন গুরুত্বপূর্ণ স্পটে সামাজিক দায়বদ্ধতার আলোকে তিনি ভিডিও চিত্র ধারণ করে সোশাল মিডিয়ায় প্রচার করেন বলে জানান তিনি।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান নিয়েও রয়েছে উপজেলার সাধারণ মানুষের অনেক অভিযোগ একদশক ধরে। রয়েছে চিকিৎসকদের অবহেলা,দায়সারা মনোভাব, ন্যায্য সেবা নিশ্চিতে টালবাহানা। কতৃপক্ষের জনবল সংকটের অজুহাত এ যেনো এক দায়সারা মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য উপজেলাবাসীর।
২০১৯ সালে ৩১ শয্যা থেকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করে অবকাঠামো কাজ সম্পন্ন হলেও নেই জনবল, প্যাথলজী বিভাগ, নার্স, ডাক্তারসহ নির্ধারিত পদের কর্মকর্তার পদশূন্য অনেক।এতে উপজেলার দুই লাখ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে দিবানিশি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরিফুর রহমান নয়ন এর সাথে যোগাযোগ করা হলে ভাইরাল ভিডিও চিত্রের বিষয়ে অবগত নয় মর্মে ছবি আদান প্রদানে ইতিমধ্যে নাকি পুরনো কোনু ছবি সে বিষয়ে তিনি সন্দিহান বলে মন্তব্য করেন। আলাপের একপর্যায়ে বিষয়টি গুরুত্বের সাথে নজরে রাখার আশ্বাস প্রদান করেন।
অন্য এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য কর্মকর্তা আরিফুর রহমান নয়ন বলেন, ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে অবকাঠামো উন্নয়ন হলেও আনুষ্ঠানিক জনবল নিয়োগ সংশ্লিষ্ট কতৃপক্ষ (স্বাস্থ্য বিভাগ) দেননি। এতে মাসিক রোগীদের আনাগোনার ভিত্তিতে কতৃপক্ষ যথাযথ ব্যবস্হা নিতে কার্যক্রম চলমান। তাছাড়া ৩১ শয্যা পর্যায়ের জনবল সংকট এখনো রয়েছে বলে কোনু ডাক্তার আসতে বা থাকতে চায়না বলে মন্তব্য করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর