ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা
সিলেটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট প্রান্তে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য আলমগীর হোসেন(২৭) মোটরসাইকেল আরোহী ছিলেন।
তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও বাংলাদেশ পুলিশের সদস্য। সুনামগঞ্জের কর্মস্থল থেকে ছুটিতে ফেঞ্চুগঞ্জের বাড়ি এসেছিলেন।
জানা যায়, দুর্ঘটনার পর আলমগীর হোসেনকে গুরুতর আহতাবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক বিধান সরকার জানিয়েছেন আলমগীর মাথায় আঘাত পেয়েছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host