শাল্লা উপজেলার প্রাণিসম্পদ সেবার মান নিয়ে যা বললেন ডাক্তার বাবরা হ্যামলিন

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

শাল্লা উপজেলার প্রাণিসম্পদ সেবার মান নিয়ে যা বললেন ডাক্তার বাবরা হ্যামলিন

শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এফ. এম. বাবরা হ্যামলিন (অ.দা.) বলেন, সেবা বিভাগের কার্যক্রম সম্পর্কে সাধারণ ধারণা পাওয়া যায়। এই ধরনের সেবা সাধারণত প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়, যা ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকে।
বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্য তিনি আরও বলেন, উপজেলার প্রাণিসম্পদ সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানটি প্রাণিসম্পদ অধিদপ্তর-এর একটি অংশ, যা প্রাণিসম্পদ বিষয়ক সরকারি নীতি ও কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বে থাকে।
এই সেবা সাধারণত খামারিদের মধ্যে থাকা দেশিয় ও জাতীর গাভী আছে এই গুলাকে উন্নত জাতের বীজ দেওয়ার মাধ্যমে পরবর্তী বংশ ধর এর জন্য আরও ভাল হয়। (যেমন গরু, ছাগল, হাসঁ, মুরগী) চিকিৎসা, টিকা প্রদান, এবং অন্যান্য স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করেন।
এছাড়া বারবা হ্যামলিন বলেন, সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ভাটির জনপদ শাল্লা, যেখানে এখনো জেলা সদরের সাথে স্থায়ীভাবে গড়ে উঠেনি সড়ক যোগাযোগ।
উপজেলায় প্রাণিসম্পদ সেবার মান সম্পর্কিত নির্দিষ্ট তথ্য পেতে হলে সরাসরি শাল্লা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় বা উপজেলা পরিষদ এর সাথে যোগাযোগ করা যেতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর