ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট থেকে জাফলংগামী আঞ্চলিক মহাসড়কের কাটাগাং এলাকায় তামাবিল হাইওয়ে থানার তৎপরতা ও পেশাদার পুলিশ অভিযান চালিয়ে চারটি অবৈধ ভারতীয় মহিষসহ একটি রেজিস্ট্রেশনবিহীন ডিআই পিকআপ জব্দ করেছে। রবিবার (২৬ অক্টোবর) ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়। তল্লাশির সময় পিকআপের ভেতর থেকে চারটি জীবিত মহিষ উদ্ধার করা হয়। প্রতিটি মহিষের আনুমানিক বাজারমূল্য দেড় লক্ষ টাকা হিসেবে মোট চারটি মহিষের মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। পিকআপটি জব্দ করা হয় এবং চালক কামাল হোসেন (২৫), পিতা নুরুল হক, গ্রাম হেমুদতপাড়া, জৈন্তাপুর, আটক করা হয়।
মোহাম্মদ হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ, তামাবিল হাইওয়ে থানা বলেন, আমাদের লক্ষ্য সর্বদা সীমান্ত চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধ করা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযান প্রমাণ করে, হাইওয়ে পুলিশ সততা, পেশাদারিত্ব ও দায়িত্বের সঙ্গে দেশের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিনিয়ত প্রস্তুত। আটককৃত মহিষ ও পিকআপ জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হাইওয়ে থানার এই তৎপরতা শুধু সীমান্ত নিরাপত্তা নয়, সাধারণ জনগণের স্বার্থ রক্ষায়ও দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয়রা পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপকে প্রশংসা করেছেন এবং মনে করেন, তথ্যভিত্তিক অভিযান অবৈধ পণ্য ও প্রাণী চোরাচালান রোধে সবচেয়ে কার্যকর।
তামাবিল হাইওয়ে থানা, সততা ও সাহসিকতার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যে ভূমিকা রাখছে, তা জনগণের আস্থা ও শ্রদ্ধাকে আরও দৃঢ় করেছে। এমন অভিযান প্রমাণ করে, বাংলাদেশের হাইওয়ে পুলিশ সর্বদা সজাগ, দায়িত্বশীল এবং দেশের স্বার্থে সর্বোত্তম প্রস্তুত।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host