ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় ভয়াবহ সড়কদুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৮টার দিকে সিলেট – ঢাকা মহাসড়কের দয়ামীর দারুল কোরআন মাদ্রাসার সামনে একটি বাস ও একটি প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্রুতগতিতে আসা হবিগঞ্জ বিরতিহীন বাসটি উল্টো দিকে এসে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় নিহত বাবা-মেয়ের পাশাপাশি অতিরিক্ত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মো. সফিক মিয়ার পুত্র মো. হারুন মিয়া (৩১) এবং তারই কন্যা আনিসা বেগম (৮)।
দুর্ঘটনার পর ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রশিদ সরকার জানান, দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বর্তমানে ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেন উন্নয়ন প্রকল্পের কাজ ২ বছরের বেশি সময় ধরে ধীরগতিতে চলছে। প্রকল্পের অংশে রয়েছে প্রায় ২৩ কিলোমিটার মহাসড়ক। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত শেরপুর থেকে সিলেট অংশে ছোট বড় অন্তত প্রায় ১৫ টির মতো সড়ক দুর্ঘটনা ঘটে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host