কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফাঁকির অভিযোগ

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফাঁকির অভিযোগ

নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ
কোম্পানীগঞ্জ উপজেলার সরিন্দ্রচন্দ্র নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈলেন চন্দ্র নাথ (যুবলীগ নেতা) এর বিরুদ্ধে পাঠদান কার্যক্রম ফাঁকি দিয়ে প্রায়ই উপজেলায় ঘুরাঘুরির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক উক্ত প্রতিবেদককে ফোন করে বলেন, সহকারী সৈলেন চন্দ্র নাথ প্রায়ই স্কুল থেকে ১০/১১ টার সময় উপজেলা শিক্ষা অফিসের কথা বলে ব্যক্তিগত কাজে বের হয়ে যান এবং আজও তিনি বের হয়ে গেছেন। তিনি এলাকার প্রভাবশালী (উপজেলা যুবলীগ নেতা) ও স্কুলের দাতা হওয়ায় এলাকার নিরিহ অভিভাবকগন তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান।
এ বিষয়ে জানার জন্য সরিন্দ্র চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করার জন্য সহকারী শিক্ষকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধান শিক্ষক টিফিন পিরিয়ডে অসুস্থতার জন্য স্কুল থেকে বাসায় চলে গেছেন এবং সহকারী শিক্ষক সৈলেন চন্দ্রনাথ স্কুলে যাওয়ার কিছুক্ষণ পর উপজেলায় চলে গেছেন, বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন যে আমি জানি না প্রধান শিক্ষক জানেন।
এই বিষয়ে শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে তিনি স্কুল ভিজিটে আছেন তবে অফিসে আজকে যেহেতু তাদের কোন কর্মশালা নাই সেহেতু উনি পরিষদে থাকার কোন কথা না এমনকি শিক্ষা অফিস থেকেও উনাকে ডাকা হয়নি কোন কাজে। যদি স্কুল ফাঁকি দিয়ে উনি বাহিরে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে তার জন্য অভিভাবক সদস্যদের লিখিত অভিযোগ দাখিলের কথা তিনি বলেন এবং এর প্রেক্ষিতে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
শিক্ষক সৈলেন চন্দ্র দেবনাথ এর ক্লাশ ফাঁকি বিষয়ে ডিপিও এরশাদ শাখাওয়াত হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, স্কুলটির পুরো ঠিকানা দিন আমি ব্যাবস্থা নিচ্ছি, প্রয়োজনে আমি নিজে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সরকারি চাকরি করে জবাবদিহিতা করবেন না এটা তো হতে পারে না।
কিন্তু কথা হলো উপজেলা শিক্ষা অফিসার যে বক্তব্য দিলেন তা কি গ্রহণযোগ্য। অভিযোগ আছে শিক্ষা অফিসার সৈলেন চন্দ্র নাথের মোটরসাইকেলে চলাফেরা করেন। তাঁর আস্কারায় সৈলেন চন্দ্র নাথ এমন ফাঁকিবাজি করছে বলে অভিযোগকারী অভিভাবক মনে করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর