ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত নাঈম আহমদ (১৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রবিবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নাঈম আহমদের পিতা ইউসুফ মিয়া। তার বাড়ি পৌর এলাকার ইয়াগুল গ্রামে।
জানা যায়, নাঈম আহমদ গত ৩ নভেম্বর ইয়াগুল গ্রামে একটি গাছের ডাল কাটতে গাছের উপরে উঠলে হঠাৎ অসাবধানতাবসত গাছ থেকে মাটিতে পড়ে যায়। এসময় তার মাথায় ৩-৪ জায়গায় ফেটে যায়। এছাড়া একটি পা ভেঙ্গে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর সোয়া ১টার দিকে তিনি মারা যায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host