ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫
জৈন্তাপুর সংবাদদাতা
সিলেটের জৈন্তাপুরে এক কিশোরের সাহসিকতাপূর্ণ উদ্যোগে উদ্ধার হয় একটি পুরাতন আগ্নেয়াস্ত্র। এই অসাধারণ দায়িত্বশীলতা ও সচেতনতার স্বীকৃতি হিসেবে কিশোরটিকে পুরষ্কৃত করেছে সিলেট রেঞ্জ পুলিশ।
গত ২১ অক্টোবর জৈন্তাপুর মডেল থানার ২নং ইউনিয়নের মল্লিফৌদ এলাকায় তাছিম হোসেন (১৬) নামের এক কিশোর স্থানীয় ছুবরি নদীতে গোসল করার সময় হঠাৎ একটি অস্ত্র দেখতে পান। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি হেফাজতে নেয়।
উদ্ধারকৃত অস্ত্রটি ছিল একটি পুরাতন মরিচাযুক্ত এলএমজি (Light Machine Gun), যার কাঠের বাটের উপরের অংশে “LB7151” লেখা রয়েছে এবং বডিতে লেখা আছে “BREN-MK-III” ও “D-1944।”
অস্ত্র উদ্ধারে সহায়তা করায় সোমবার (১০ নভেম্বর) সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় ডিআইজি মহোদয় তাছিম হোসেনকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন।
ডিআইজি মহোদয় কিশোর তাছিম হোসেনের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, এমন সাহসী ও সচেতন তরুণরাই সমাজে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয় প্রশাসনসহ সাধারণ মানুষ কিশোর তাছিমের এই সততা ও সাহসিকতার প্রশংসা করছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host