ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
জনগণের আস্থা ও সেবার মানোন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নিরাপদ প্রসব, অন্তঃ বিভাগে সুশৃঙ্খল রোগী ভর্তি এবং আধুনিক প্যাথলজি ল্যাব পরিচালনায় শতভাগ সক্ষমতা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।
নিরাপদ প্রসব, মানবিক সেবা ও শতভাগ প্যাথলজি সক্ষমতায় সাফল্যের এই উদযাপন উপলক্ষে সোমবার(১২ নভেম্বর) বিকেলে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কেক কেটে আনন্দঘন ও উৎসবের মধ্যে দিয়ে এই সাফল্য উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ ইকবাল হাসান।
গত এক মাসে স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিরাপদ স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে, ভর্তি হয়েছেন ৫০ জন রোগী এবং প্যাথলজি বিভাগে শতভাগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই অর্জন স্থানীয় জনগণের মধ্যে সেবার প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলেছে।
ডাঃ ইকবাল হাসান বলেন, “নিরাপদ প্রসব ও মানসম্মত চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিদিনই নতুনভাবে কাজ করছি। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি সদস্য এই অগ্রযাত্রার অংশ।”
অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা উপস্থিত থেকে কেক কেটে সাফল্যের আনন্দ ভাগাভাগি করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host