ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫
হবিগঞ্জ সংবাদদাতা
নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গনঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, কোন কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে দেশ একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। কাজে আমরা চাই যে কোন মূল্যে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হউক।
বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, নির্বাচন খুবই সন্নিকটে, কাজেই এই মূহুর্তে কারো সাথে জোট করার সুযোগ নাই। আমরা নির্বাচনী প্রচারণা করছি। অনেক দল থেকে প্রার্থীরা আমাদের সাথে আসতে চায়। এনসিপি থেকেও কিছু নেতৃবৃন্দ আমাদের সাথে আসবে। এছাড়া জুলাই সনদ নিয়ে কোন জটিলতা নেই বলেও জানান তিনি।
হবিগঞ্জ জেলা গনঅধিকার পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ গনঅধিকার পরিষদের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আশরাফুল বারী চৌধুরী নোমান। সমাবেশে কেন্দ্রীয় ও জেলা গণঅধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host