ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সম্ভাবনাময় উদীয়মান তরুণ শিক্ষার্থী দীপঙ্কর দাস দীপ’র মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় পৌঁছার পর সিলেটজুড়েই নেমে এসেছে শোকের ছায়া।
মালয়েশিয়ায় গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন পিতা মাতার আদরের বড়ো ছেলে দীপঙ্কর দাস দীপ। বুধবার (১২ নভেম্বর) ভোরে সেখানের এক হাসপাতালে মারা যান একুশ বছরের এই তরুণ।উচ্চ শিক্ষার জন্য গত মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপালটিলার বাসিন্দা দীপ।
দীপের আকস্মিক মৃত্যুতে তার স্বজন-বন্ধুদের পাশপাশি সাধারণ মানুষজনও দীপের এমন মৃত্যুতে আফসোস করছেন। পাশপাশি সকলেরই প্রশ্ন কবে দেশে ফিরবে দীপের মরদেহ।
দীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তবে তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দীপ।দীপের মৃত্যুর খবরে তার বন্ধু ও স্বজনদের অনেকে বুধবার দিনভর তাদের গোপালটিলার বাসায় ভীড় করেন।
তবে দীপের মরদেহ কবে ফিরবে তা নিশ্চিত করে জানাতে পারেননি কেউ। শোকে মূহ্যমান দীপের বাবা-মায়ের সাথেও কথা বলাও সম্ভব হয়নি। তবে দীপের বন্ধুরা জানিয়েছেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আসতে ২/৩ দিন সময় লাগবে।
দীপের ঘনিষ্ট ও সিলেটের আরেক কন্টেন্ট ক্রিয়েটর নুরুল আমিন জনি জানিয়েছেন, মালেশিয়ায় কথা বলেছি দীপের পাশের ভাইয়ের সাথে। উনি বলেছেন সকল কাগজ পত্রের কাজ প্রায় শেষ।
সব কিছু ঠিক থাকলে আগামী ২দিনের ভিতর আমাদের দীপ দেশে পৌছাবে।
বুধবার রাতে দীপের পরিবারকে স্বান্তনা দিতে তাদের বাসায় ছুটে আসেন সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবীবুর রহমান। তাদের বাসা থেকে বেরিয়ে হাবীবুর রহমান বলেন, লাশ দেশে আনার প্রস্তুতি শুরু করেছে পরিবার। এ ব্যপোরে কোন সহায়তা লাগবে আমরা তা করতে প্রস্তুত আছি।
আর সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিকেলে জানিয়েছেন, মালয়েশিয়ায় দীপের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দ্রুতই তার লাশ দেশে আসবে। এবং দেশে তাঁর কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host