ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড় পুর গ্রামের কৃতিসন্তান, যুক্তরাজ্যের ডরসেটের বাসিন্দা, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবক সেলিম আহমেদ বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের গোল্ডেন দাতা সদস্য মনোনীত হয়েছেন।
গত ৩০ জুন’২৫ তারিখে সেলিম আহমেদকে ফান্ডের ১২নং সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের কল্যাণে ১১ নভেম্বর বিশ্বনাথ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই ফান্ডের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের সিলেটের ব্যুরো প্রধান খালেদ আহমদ, লন্ডনের দর্পন টিভির চেয়ারম্যান ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক রহমত আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল জলিল ও আবুল খায়ের।
বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফান্ডের সদস্য মো. জামাল মিয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু ও বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ।
মানবতার কল্যাণে সমাজসেবক সেলিম আহমেদ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের কল্যাণে ভুমিকা রাখায়, আর্তমানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে,র বাংলাদেশ শাখার নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host