সুনামগঞ্জ-৫ মনোনয়ন বঞ্চিত মিজানুর রহমানের শক্তি প্রদর্শনী
প্রার্থীতা পুনর্বিবেচনার দাবিতে হাজারো নেতাকর্মীর সমাবেশ

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>সুনামগঞ্জ-৫ মনোনয়ন বঞ্চিত মিজানুর রহমানের শক্তি প্রদর্শনী</span> <br/> প্রার্থীতা পুনর্বিবেচনার দাবিতে হাজারো নেতাকর্মীর সমাবেশ

ছাতক প্রতিনিধি
ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে শক্তি প্রদর্শনমূলক এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এই সমাবেশের নেতৃত্ব দেন। রোববার বিকাল সাড়ে ৪টায় উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ছাতক পৌরসভা, দোয়ারাবাজার এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মিছিল করে যোগ দেন। সমাবেশমুখী এসব মিছিলে স্লোগান উঠতে থাকে দুর্দিনের মিজান ভাই, আমরা তোমায় ভুলি নাই,

হবে হচ্ছে মানি না, মিজান ছাড়া বুঝি না। সমাবেশে প্রধান বক্তা হিসেবে মিজানুর রহমান চৌধুরী বলেন আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের সামনে তুলে ধরছি, ধানের শীষের পক্ষে কথা বলছি। ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। এবার প্রাথমিক পর্যায়ে দল আমাকে মনোনয়ন দেয়নি তবে আমি বিশ্বাস করি, সাধারণ মানুষের আবেগ-সমর্থনের ভিত্তিতে দল বিষয়টি পুনর্বিবেচনা করবে।

তিনি চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত দলের সব স্তরের নেতাকর্মীকে ধৈর্য ধরতে ও ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর