ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুফতি হাফেজ লুৎফুর রহমান ক্বাসিমীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের রমজানপুর গ্রামের প্রবীণ ব্যক্তি মনছব আলীর বাড়িতে তাঁর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে স্থানীয় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সিলেট ডিরেক্টর প্রধান সম্পাদক ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথের পুরাতন হাবড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফজলুর রহমান হুজাইফি, ধোপাকলা গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল তাহিদ, ছত্তিশ গ্রামের গ্রামের প্রবীণ ব্যক্তি রইছ আলী, এখলাছ উদ্দিন, রমজানপুর গ্রামের প্রবীণ ব্যক্তি ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানের শেষদিকে দোয়া পরিচালনা করেন পুরাতন হাবড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফজলুর রহমান হুজাইফি।
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের করায় সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুফতি হাফেজ লুৎফুর রহমান ক্বাসিমীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় লোকজন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host